খালেদার গ্যাটকো মামলার শুনানি ৯ ফেব্রুয়ারি
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা সচল করতে দুদকের করা আবেদনের শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার সকালে প্রাথমিক শুনানি গ্রহণ শেষে এ দিন ধার্য করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। অপরদিকে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
দীর্ঘ প্রায় সাত বছর পর এ মামলাটি সচলের উদ্যোগ নেয়া হলো।
এর আগে গত ২৮ জানুয়ারি এ মামলাটি কার্যতালিকায় আসে। ওইদিন ৪ ফেব্রুয়ারি এ মামলাটি কার্যতালিকায় রেখে দিন ধার্য করেছিলেন আদালত।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান গত ২৭ জানুয়ারি গ্যাটকো মামলার বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানির জন্য এ আবেদনটি দায়ের করেন। ২৬ জানুয়ারি সোমবার গ্যাটকো দুর্নীতি নিয়ে দায়ের করা মামলাটি পরিচালনার জন্য দুদকের পক্ষে থেকে নিয়োগ দেয়া হয় অ্যাডভোকেট খুরশদি আলম খানকে। এর আগে এ মামলার আইনজীবী ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে সদ্যপ্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম ও কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করা হয়েছে।
এরপর ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।
ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
একই সঙ্গে মামলার কার্যক্রম দু’মাসের জন্য স্থগিত করা হয়। সময়ে সময়ে ওই স্থগিতাদেশ বাড়ানো হয়।
প্রতিক্ষণ /এডি/বাবর