পেট্রোল বোমায় পুড়ল তিন বছরের শিশু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

Shimul_bg_679094939বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকায় মিছিল থেকে বোমা বিস্ফোরণে তিন বছরের শিশু জুই মনি দগ্ধ হয়েছে। শিশুটি বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার হরেশপুর গ্রামের কৃষক জজমিয়া ও হাফিয়া আক্তারের মেয়ে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দগ্ধ শিশুর দাদি হেলেনা বেগম জানান, গত ২ ফেব্রুয়ারি হরেশপুরের বাড়ি থেকে জুই মনিকে নিয়ে তিনি একই থানার টিও রোডের তার আরেক ছেলের বাসায় যান। ওইদিন সন্ধ্যায় বাসার সামনে জুই মনি খেলছিল। ওই সময় সেখানে একটি মিছিল থেকে বোমা বিস্ফোরণে শিশুটি দগ্ধ হয়। পরে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

ঢামেক বার্ন ইউনিটের প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার প্রতিক্ষণকে জানান, আগুনে শিশুটির ৬ শতাংশ পুড়ে গেছে। সহিংসতায় দগ্ধ আহতদের নামের তালিকায় জুই মনির নাম রয়েছে।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G