তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি যারা ফেসবুকে প্রকাশের মাধ্যমে ভাইরাল করেছে, তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শুক্রবার রাতে রাজধানীর রামপুরা ও রমনা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভুয়া ১৬ জন ডিবি পুলিশকে আটকের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দুই তরুণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের বিষয়টি আব্দুল বাতের নজরে আনলে তিনি বলেন, ‘তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।’
প্রসঙ্গত, বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ২৮ মার্চ ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় এক মাস পরে তারা মামলা করেন। গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সাফাত আহমেদের সঙ্গে নির্যাতনের শিকার এক তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে একটি গ্রুপ। এ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/সাই