পোশাক রপ্তানীর অপার সম্ভবনার দেশ পর্তুগাল

প্রকাশঃ মে ২২, ২০১৭ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

রনি মোহাম্মদ, পর্তুগাল প্রতিনিধি:

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল বলেন, বাংলাদেশ-পর্তুগাল দুই দেশের সরকার এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সঠিক পদক্ষেপ নেয়া গেলে পর্তুগাল হতে পারে বাংলাদেশের পোশাক শিল্পের অপার সম্ভবনার দেশ।

গত শনিবার সন্ধ্যায় পর্তুগালের পোর্তোয় একটি পাঁচ তারকা হোটেলে দেশের প্রধান রফতানি খাত পোশাক শিল্প নিয়ে পোর্তো চেম্বার অব কমার্সের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় পর্তুগালের পর্তু মিউনিসিপাল কমিশনার ড. আন্তনিও ফনসেকা ও বাংলাদেশ থেকে পর্তুগালের বৃহত্তম পোশাক আমদানিকারক সুবিটেক্সের কর্ণধার মন্টিনিগ্রো পোর্তো চেম্বার অব কমার্সের পক্ষে নেতৃত্ব দেন। অপরদিকে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল বাংলাদেশের নেতৃত্ব দেন।

এ সময় পোর্তোর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মামুন হাজারী, মোশারফ হোসেন কিরন, আলিম উদ্দিন, শাহ জামাল আজাদ, তৌহিদুল ইসলাম, মোহাব্বত হোসেন টিপু, মঈন উদ্দিন, আহম্মেদ মোর্শেদ, মোহাম্মদ বেলাল, হাসান ইমান, আবু তাহের মো. অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অপার সম্ভবনাময় বাজার হতে পারে পর্তুগাল বিষয়টি নিয়ে দুই পক্ষই একমত পোষণ করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G