স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন নাঈম

প্রকাশঃ মে ২৫, ২০১৭ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলার অন্যতম আসামি মো. আব্দুল হালিম ওরফে নাঈম আশরাফ ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।

সাত দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত তার জবানবন্দি রেকর্ড করছেন।

গত ১৭ মে মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাঈম আশরাফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।

এই মামলার অন্য আসামিরাও ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G