সাভারে অভিযান সমাপ্ত, ৭ গ্রেনেড উদ্ধার

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে নির্মাণাধীন একটি ছয়তলা বাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। ঐ আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী), ল্যাপটপ, বোমা তৈরির সার্কিটসহ নানা মালামাল উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে অভিযান শেষ হয় বলে জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।

তিনি বলেন, জঙ্গি আস্তানায় অভিযান শেষ করা হয়েছে। ঐ আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, গ্রেনেড তৈরির কয়েক হাজার ব্যাটারি, সালফিউরিক অ্যাসিড ও গানপাউডার উদ্ধার করা হয়েছে। ঢাকার পুলিশ সুপার (এসপি) এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল। এরপর ঐ বাড়িতে অভিযানের শুরু করা হয়। দুপুর সোয়া ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে সাতবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ১০টা থেকে সাভারে নামাগেন্ডা এলাকায় একটি ছয়তলা বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে বলে জানিয়েছেন তারা। শুক্রবার রাতে ঐ বাড়িটি ঘেরাও করার আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই এলাকায় অপর একটি ৫ তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে ঐ বাড়িতে সন্দেহভাজন জঙ্গি কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G