বাবা-মেয়ের আত্মহত্যা : প্রধান আসামি গ্রেফতার

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ৪:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা ও গরুচুরির বিচার না পেয়ে রেললাইনে বাবা-মেয়ের চাঞ্চল্যকর ‘আত্মহত্যা’ মামলার মূল আসামি ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর র‌্যাব বিষয়টির ছায়াতদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। এরই ধারবাহিকতায় শনিবার প্রধান আসামি ফারুককে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিকেলে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গতকাল শুক্রবার (২৬ মে) সকালে বোরহান (৩০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছিলো পুলিশ। গোপনে খবর পেয়ে নেত্রকোনা জেলার ঝানঝাইল এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে বোরহানকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, প্রশাসনের কাছে মেয়েকে উত্ত্যক্তের প্রতিকার না পেয়ে গত ২৯ এপ্রিল শ্রীপুর স্টেশনের কাছে পালিত মেয়ে আয়েশাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হযরত আলী (৫৫)। এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G