ইসলামী ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের সভা গতকাল বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে সভায় ম্যানেজিং ডাইরেক্টর মো: আব্দুল হামিদ মিঞাসহ অন্যান্য ডাইরেক্টররা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাংশের হাওর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের মাঝে দেড় কোটি টাকার জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/সাই