মিনহাজ তুহিন,চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি কমিটির অনলাইন সিস্টেমের কারিগরী সহায়তায় ঢাবির মতোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তাদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে।
এ ক্ষেত্রে ঢাবিতে পাঁচটি ইউনিটের (ক,খ গ,ঘ ও চ) মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়া হলেও চবিতে ৪টি ইউনিটে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
তিনি জানান, ভর্তি কমিটি নীতিগত সিদ্ধান্ত নিলেও ইউনিটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে একাডেমিক ও সিন্ডিকেট সভায়।
উল্লেখ্য যে, চবিতে বিগত বছরগুলোতে ১০টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটকের মাধ্যমে প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে ভর্তির আবেদন করতে হতো।
ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদের, ‘বি’ ইউনিটে কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি-১, বি-২, বি-৩, বি-৪, বি-৫, বি-৬, বি-৭সি, বি-৭এইচ, বি-এস ও বি-৮ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতো। ‘সি’ ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদ অধীনে সি-১,সি-২ ও সি-৩ ইউনিটের, ‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডি-১, ডি-২ ও ডি-৩ ইউনিটের, ‘ই’ ইউনিটে আইন অনুষদের, ‘এফ’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদের অধীনে এফ-১, এফ-২ ও এফ-৩ ইউনিটের, ‘জি’ ইউনিটে ইঞ্জিনিয়ারিং অনুষদের, ‘এইচ’ ইউনিটে শিক্ষা অনুষদের, ‘আই’ ইউনিটে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের, ‘জে’ ইউনিটে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর ভর্তি পরীক্ষা নেওয়া হতো।
প্রতিক্ষণ/এডি/শাআ