চট্টগ্রামে ১৫ লাখ পিস ইয়াবা জব্দ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১০:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Yaba_sm1_175283172চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় ১ নম্বর বয়ার কাছ থেকে ১৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌ-বাহিনী। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দ হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৮৩ কোটি টাকা।বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-বাহিনী অ্যান্টি স্মাগলিং সেলের সদস্যরা একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেন।

নৌ-বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।একাধিক সূত্র প্রতিক্ষণকে জানান, এটি বাংলাদেশের ইতিহাসে ইয়াবার সর্ববৃহৎ চালান। মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা চালানটি বাংলাদেশে প্রবেশ  করেছে। এরপর এটি সমুদ্র পথে চট্টগ্রাম শহরের বহির্নোঙর এলাকায় আনা হয়। সেখান থেকে এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/রাতুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G