সাংবাদিকতার প্রফেশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৭ সময়ঃ ১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হচ্ছে সাংবাদিকতা। দেশে বর্তমানে ৩০ টিরও বেশি টেলিভিশন চ্যানেল ছাড়াও রয়েছে বহু দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল। এসব মিডিয়াতে রয়েছে আকর্ষনীয় বেতনে পার্টটাইম ও ফুল টাইম ক্যারিয়ার গড়ার সুযোগ। আর প্রতিষ্ঠানগুলো বরাবরই যোগ্যদের সুযোগ দেয়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আপনিও হয়ে ওঠুন যোগ্য সংবাদকর্মী।

বুনিয়াদি প্রশিক্ষণ নিয়ে নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে আপনিও গড়তে পারেন সাংবাদিকতার সম্ভাবনাময়ী ক্যারিয়ার। এই কোর্সে আপনি পাবেন সাংবাদিকতার থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের সূবর্ণ সুযোগ।

আপনাদের জন্য ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড কমিউনিকেশন (আইজেসি) বিশেষ ছাড়ে সাংবাদিকতার উপর একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। দেড় মাসব্যাপী এই কোর্সে ১৪ টি ক্লাস থাকছে। সাংবাদিকতার মৌলিক বিষয়ের পাশাপাশি ব্যবহারিক ক্লাসও থাকছে সাথে।
* মোট ক্লাস ১৪ টি।
* পত্রিকা, টেলিভিশন এবং সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিকদের দ্বারা প্রশিক্ষণ।
* তাত্ত্বিকের পাশাপাশি ব্যবহারিক ক্লাস।
* প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠ তিনজনকে ইন্টার্নশীপের সুযোগ।
* লেকচার শীট প্রদান।
* ক্লাস: সপ্তাহে দুই দিন
* কোর্স ফি বিশেষ ছাড়ে এই ব্যাচের জন্য: ২০০০ (দুই হাজার টাকা)
* কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
* ক্লাস আইজেসি বাংলামটর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে ২৫ জন শিক্ষার্থী থাকবে। **নাম নিবন্ধন করতে কোর্স ফি বিকাশ করে নাম, বয়স ও ঠিকানা মেসেজ করতে হবে। বিকাশ ও যোগাযোগ ০১৭৬৭৮৮২২৮৮

প্রতিক্ষণ/ এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G