বেশ কিছু দিন ধরে পপি ও শাকিল খানকে নিয়ে একটি আলোচনা নেটদুনিয়ায় শোনা যাচ্ছে। এবার সেই বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসে মুখ খুললেন এক সময়কার বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিল খান।
শাকিল খান বলেন, ‘গত কিছুদিন ধরে কিছু অপপ্রচারের কারণে আপনাদের কাছে আসতে বাধ্য হলাম। কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তা কারও কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ‘ এ সময় তিনি কারও নাম উল্লেখ না করলেও কথাগুলো যে পপিকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আর বোঝার অপেক্ষা নেই।
অভিনেতা শাকিল আরো বলেন, ‘একটি শিক্ষিত মানুষ কিন্তু ভালো কিছু দিতে পারতে শিখে। আর একটি অশিক্ষিত মানুষ কিন্তু ভালো কিছু দিতে পারে না। আর অপপ্রচারে আমার কাছে মনে হয় এটিই তার প্রমাণ। কারণ একটি অশিক্ষিত মানুষই এ ধরনের কথা বলতে পারে, শিক্ষিত মানুষ নয়। ‘
এর আগে বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে পপি বলেছিলেন, ‘জীবনের প্রথম প্রেমটি ছিল আমার জন্য ব্যাড এক্সপেরিয়েন্স।
শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না। আমি যতটুকু জানি, শাকিলের অনেকগুলো প্রেম ছিল, অনেকগুলো বিয়েও ছিল। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। ‘
ভিডিওতে এর প্রতিবাদ জানান শাকিল ও তার স্ত্রী…
https://youtu.be/el6qXpIyLp8