আজাদ মসজিদে জানাজার পর নায়ক রাজ্জাকের দাফন

প্রথম প্রকাশঃ আগস্ট ২২, ২০১৭ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানো শেষে নায়ক রাজের লাশ নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের আজাদ মসজিদে। সেখানেই বাদ যোহর তার জানাজা ও আসরের পর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আজ (মঙ্গলবার) সকাল ১১টা ২০ মিনিটে এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাজনৈতিক, সংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ শেষবারের মতো নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা জানান।

জানা গেছে, গুলশানের আজাদ মসজিদে রাজ্জাকের মরদেহ আসর পর্যন্ত রাখা হবে। পরে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। এরপর রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G