পঞ্চগড়ে খালেদা জিয়ার নামে আরেক মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda -fokrul-rijviগাড়িতে পেট্রোল বোমা হামলাসহ দেশব্যাপী নাশকতা সৃষ্টির অভিযোগে পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা করেছেন এক আওয়ামী নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও এ মামলার আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বোদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম সোহাগ বাদী হয়ে পঞ্চগড় বোদা আমলী আদালত-৩ এ এই মামলা দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিগণ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী অবরোধ ও হরতালের ঘোষণা দেন। চলমান সেই অবরোধ ও হরতালে দেশব্যাপী যানবাহনে পেট্রল বোমা হামলা, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, অবরোধের নামে সহিংসতা, সড়কের গাছপালা নিধনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়।

বোদা আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক শিশির কুমার বসু বাদীর জবানবন্দী গ্রহণ করে বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। ২৫ জন আইনজীবী বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন।

মামলার বাদী সেলিম সোহাগ বলেন, বেগম খালেদা জিয়ার হুকুমে দেশব্যাপী নাশকতা চলছে। এসবের বিচার হওয়া উচিত। এজন্য দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি মামলাটি করেছি।

বাদী পক্ষো আইনজীবী আবু ইউনুস লেলিন বলেন, বেগম খালেদা জিয়ার অবরোধ ঘোষণার পর দেশব্যাপী যানবাহনে পেট্রল বোমা হামলা, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, অবরোধের নামে সহিংসতা শুরু হয়। দেশের সাধারণ মানুষ আজ এসব ঘটনার বিচার চায়। মামলাটি বিজ্ঞ আদালত গ্রহণ করে বোদা থানা ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রতিক্ষণ /এডি/রফিক

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G