সংলাপের প্রশ্নই আসে না

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

nasim 6২০ দলীয় জোটের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম।

তিনি বলেন, কোনো বিদেশি চাপ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আর ‘সংলাপ নিয়ে বিদেশীরা কি বলল সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই।’

শুক্রবার দুপুরে ১৪ দলের ঢাকার এমপি ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নাসিম বলেন, ‘খালেদা জিয়া এখন আর বিএনপির নেত্রী নেই। তার হাত নারী, শিশু, বৃদ্ধ সবার রক্তেরঞ্জিত। এই ভাবে তিনি কোনো দিন ক্ষমতায় যেতে পারবেন না। ১৪ দল তাদের চলমান সহিংসতাকে শুধু মোকাবেলাই করবে না তাদেরকে পরাজিতও করবে।’

‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কাজ করছে’ জানিয়ে তিনি বলেন,  ১৪ দলও এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
এছাড়াও আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের চলমান সহিংসতার প্রতিবাদে ১৪ দল মনববন্ধন করবে।’ চলমান সহিংসতার প্রতিবাদে এই মানববন্ধনে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চলমান সহিংসতা বন্ধে বিদেশিদের সংলাপে বসার আহ্বান প্রসঙ্গে মোহাম্মাদ নাসিম বলেন, ‘সংলাপ নিয়ে বিদেশিদের কাছ থেকে যে চাপ দেয়া হচ্ছে তাতে সরকার উদ্বিগ্ন নয়। এটি বিদেশিদের রুটিন ওয়ার্ক। এ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।’

তিনি আরো বলেন, ‘দেশে চলমান সহিংসতা কমে আসছে। জনগণের প্রতিরোধে এই সহিংসতা আরো কমে যাবে। জনগণ আমাদের সঙ্গে আছে। তাই জনগণেরই বিজয় হবে।’

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G