শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের কার্গো হোল্ডারের চেম্বার (মালামাল রাখার স্থান) থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা একটি বিমানে (বিজি-৪৬) অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার মো. জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বুধবার সকাল সাড়ে ১২টায় ঢাকায় আসে। নির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানটির কার্গো হোল্ডারের চেম্বার থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১৪ কেজি।
উড়োজাহাজের কার্গোহোলে তল্লাশি চালিয়ে সোনাগুলো উদ্ধার করা হয়। কালো কাপড়ে সেলাই করে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এসব বারের আনুমানিক মুল্য আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।
ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রতিক্ষন/এডি/বকুল