সর্বোচ্চ বাণিজ্য ঘাটতিতে যুক্তরাজ্য
অনলাইন ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
গত বছর যুক্তরাজ্যের আমদানি অপেক্ষা রফতানির কমেছে বেশি। ফলে বিগত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশটি।
অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রকাশিত উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। উপাত্ত অনুসারে, গত বছর যুক্তরাজ্যের পণ্য ও সেবা বাণিজ্যে ঘাটতি ছিল ৩৪ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড। এ ঘাটতি গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
এ পরিস্থিতিতে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান অর্থনীতিবিদ ডেভিড কার্ন বলেন, “অর্থনীতিতে পুনরায় ভারসাম্য আনতে আমরা যথেষ্ট সফল হইনি। ইউরোজোনের দুর্বলতা আমাদের রফতানিকারকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “রফতানি বাড়াতে একটি জাতীয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন। আরও সহজ করতে হবে বর্ধনশীল উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর অর্থসংস্থান।”
এ দিকে, বিগত বছরের ঘাটতি চলতি বছরেও অব্যাহত থাকবে বলে অনুমান করছেন ব্রিটিশ অর্থনীতি বিশ্লেষকরা। দ্য সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের অর্থনীতিবিদ রব হারব্রন এ বিষয়ে বলেন, “শক্তিশালী পাউন্ড ও মূল বাজার ইউরোজোনের দুর্বলতায় চলতি বছরও এ ধারাবাহিকতা (বাণিজ্য ঘাটতি) অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ অর্থনীতিতে ভোক্তা ব্যয়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে গতি ফেরানোর পরিকল্পনা ছিল ক্ষমতাসীন রক্ষণশীল-লিবারেল ডেমোক্রেট জোটের। সূত্র: গার্ডিয়ান।