নয়া তথ্যপ্রযুক্তির যুগে চাই নতুন ধারার সাংবাদিকতা

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০২০ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

সাংবাদিকতার পরিবর্তিত ধারার সাথে খাপ খাইয়ে নিতে না পারলে সাংবাদিকতায় টিকে থাকা সম্ভব নয়। তাই সাংবাদিকতার বিদ্যায়তনিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক চর্চার সমন্বয় ঘটাতে হবে।

নয়া তথ্যপ্রযুক্তির প্রভাবে সাংবাদিকতার ধরণ বদলে যাচ্ছে বিধায় সাংবাদিকতার শিক্ষার্থীদের জানতে হবে মাল্টিমিডিয়া জার্নালিজম, শিখতে হবে মাল্টিটাস্কিং।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন চবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান শহীদুল হক

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং জার্মানির ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় রবিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের কয়েকজন প্রখ্যাত সাংবাদিক এ কথা বলেন।

বিভাগের সভাপতি মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য উপস্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আ-আল মামুন, ডয়েচে ভেলে একাডেমির বাংলাদেশ কনসালটেন্ট লুৎফা আহমেদ, ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, রেডিও ভূমির নির্বাহী সম্পাদক ও অভিনেতা শামস সুমন এবং সারাবাংলা ডট নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন।

বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, ফারজানা করিম, মাধব চন্দ্র দাস, মোঃ আসাদুজ্জামান ও সুবর্ণা মজুমদার।

প্রতি /এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G