স্ত্রী মিশেলকে নিয়ে তাজমহল দেখতে যাচ্ছেন ওবামা

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

obama micelতাজমহল দেখতে ২৭ জানুয়ারি স্ত্রী মিশেলকে নিয়ে ভারতের আগ্রায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুজন মিলে স্বচোখে পরখ করবেন ভালবাসার নিদর্শন তাজমহলের সৌন্দর্য।

মূলত তিন দিনের সফরে ভারত যাচ্ছেন বারাক ওবামা। ২৫ থেকে ২৭ জানুয়ারি ওই সফরের শেষ দিন তিনি তাজমহল দেখতে যাবেন।

ভারত-যুক্তরাষ্ট্র দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে ওবামার এই ভারত সফর। প্রথম দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

মোদির উপস্থিতিতে সিইওদের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ওবামা। তবে ওই গোলটেবিলের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা।

শেষ দিনে স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা যাবেন আগ্রার তাজমহলে।

ওবামা-যুগলের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রোটোকল কেমন হবে— এ নিয়ে শুক্রবার আলোচনায় বসবেন ভারত ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্রঃ ওয়েবসাইট।

প্রতিক্ষন/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G