৩শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

world-bank3_29893অতি দরিদ্রদের জন্য ইনকাম সাপোর্ট কর্মসূচি (আইএসপিপি) প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে বিশ্বব্যাংক।

এ লক্ষ্যে আজ সোমবার বিকেল ৪ টায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. জোহান্নেস জাট ঋণ চুক্তিতে স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আইএসপিপি প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G