আকুপ্রেশার থেরাপির মাধ্যমে চিকিৎসা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

accupresure therapy (2)

আকুপ্রেশার হচ্ছে এক ধরণের প্রাচীন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে মানুষের শরীরের নির্দিষ্ট কিছু বিন্দুতে পদ্ধতিগত নিয়মে হাতের আঙ্গুল বা ভোতা কোন কাঠি দিয়ে চাপ প্রয়োগ রোগ নির্ণয় করা যায়।এবং ঐ রোগ সংশ্লিষ্ট বিন্দুতে নিয়ম মেনে নির্দিষ্ট মেয়াদে চাপ প্রয়োগ করে নির্ণিত রোগ ভাল করা যায়।

আর কেউ যদি সুস্থ শরীরে নিয়মিত নিয়ম মেনে আকুপ্রেশার করে তবে যে কোন রোগ প্রতিরোধ করা যায় অনায়াসে।

 

 

accupresure therapy (1)চাপ প্রয়োগ করে মানব শরীরের রোগ নির্ণয়, নিরাময় ও প্রতিরোধের বিস্ময়কর এ পদ্ধতিটিই আকুপ্রেশার। আকুপ্রেশার চিকিৎসা মতে, মানুষের শরীরে ৯০০ থেকে মতান্তরে ১২০০ বিন্দু আছে। আবার এই বিন্দুগুলো অবস্থিত শরীরে থাকা ২০টি মেরিডিয়ান রেখার উপর দিয়ে। দেহে যে জৈব বিদ্যুৎ শক্তি বিদ্যমান তার প্রবাহ আবার চলাচল করে মেরিডিয়ান রেখাগুলো দিয়েই।

হাতের ও পায়ের তালু এবং শরীরের নির্দিষ্ট পয়েন্টে আঙ্গুল বা ভোঁতা কাঠি বা কাঠি জাতীয় কিছু দিয়ে রোগ উপশমের জন্য নির্ধারিত নিয়মে চাপ প্রয়োগ করাকে আকুপ্রেশার থেরাপি বলা হয়।

প্রতিক্ষণ/এডি/সজল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G