চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ-ভারত সিরিজের সূচী

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপ আসর ২০২২ শেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে অংশ নেবে। এটা অনেক আগে থেকেই ঠিক করা। তবে ভারতীয়দের অনুমতি ছাড়া সূচী চূড়ান্ত করতে পারছিল না বিসিবি। আজ বিসিবি থেকে জানা গেছে, ভারতের অনুমতি পেয়েছে বিসিবি, সূচী চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনই ঘোষণা দিচ্ছে না বিসিবি।

সূত্র মতে, ডিসেম্বরের ১ তারিখ বাংলাদেশের মাটিতে পা দেবে ভারত জাতীয় ক্রিকেট দল। ভারতীয় দল ২০১৫ সালের পর আবার বাংলাদেশে আসছে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে। এই সিরিজে অতিথি দল তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচে অংশ নেবে। সিরিজের চূড়ান্ত সূচী বিসিবি কয়েক দিনের মধ্যেই প্রকাশ করবে বলে জানা গেছে।

বিসিবি থেকে জানা গেছে, সিরিজটা শুরু হবে ওয়ানডে ক্রিকেট দিয়ে। হোম অব ক্রিকেট মিরপুরের উইকেটেই টানা তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে ৫, ৭ ও ৯ ডিসেম্বর ২০২২। এরপর  ‍দুই দল চলে যাবে বন্দর নগরী চট্টগ্রামে। বন্দর নগরীতে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G