টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’র ম্যাচে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। টেষ্ট ক্রিকেট সার্টিফেকেট-ধারী জিম্বাবুয়ে ২০২২ এসে নিজেদের আবারো গুছিয়ে নিতে চেষ্টা করছে। এরই ধারবাহিকতায় আবারো বিশ্ব ক্রিকেট দরবারে এগিয়ে যাবার মিশনে নেমেছে।
সোমবার (১৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে শুভসূচনাটা করতে জিম্বাবুয়ে শত ভাগ সফল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে ৪৮ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন সিকান্দার রাজা। তার ইনিংসে ছিল ৫টি করে চার ও ছয়ের মার। এছাড়া মেধেভেরে করেন ২২ ও ২০ রান করেন লুক জঙ্গুয়ে। আয়ারল্যান্ডের পক্ষে জশ লিটল ২৪ রানে নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট পান মার্ক আদাইয়ার ও সিমি সিং।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুইয়ান পেসারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের মতোই রানের খাতা খোলার আগেই এনগারাভার বলে পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১৪ রানে টাকার, ১৯ রানে হ্যারি ট্যাক্টর ও ২২ রানে ফেরেন অ্যান্ডি বালবার্নি।
এরপর জর্জ ডকরেল ও কার্টিস ক্যামফার মিলে ৪২ রানের জুটি গড়েন। ২০ বলে ২৪ করেন ডকরেল। এরপর ক্যামফার-ডেলানির ব্যাটে শতরানের কাছাকাছি পৌঁছে আইরিশরা। দলীয় ৯১ রানে আউট হন ক্যামফার। ২২ বলে ২৭ রান করে উইলিয়ামসের শিকারে পরিণত হন ক্যামফার।
দলীয় ১০২ রানে সপ্তম উইকেটের পতন ঘটে আয়ারল্যান্ডের। ২০ বলে ২৪ রান করে চাতারার বলে বিদায় নেন তিনি। শেষ দিকে ১৬ বলে ২২ রান করে পরাজয়ের ব্যবধান কমান ব্যারি ম্যাকার্থি। জিম্বাবুয়ের পক্ষে চার ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। এছাড়া ২টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা। এছাড়া ১টি করে উইকেট নেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।