মধ্য আকাশে বিমানকর্মী-মাতাল যাত্রীর মারামারি! তুর্কি বিমানের জরুরি অবতরণ (ভিডিও)

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২২ সময়ঃ ১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াগামী একটি বিমানের জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। মাঝ আকাশে এক যাত্রী বিমানকর্মীর আঙুল কামড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাঁর হাত থেকে নিস্তার পেতেই বিমানটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগে অন্য বিমানবন্দরে নামাতে হয়েছে, দাবি কর্তৃপক্ষের।

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াগামী একটি বিমানের জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। মাঝ আকাশে এক যাত্রী বিমানকর্মীর আঙুল কামড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাঁর হাত থেকে নিস্তার পেতেই বিমানটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগে অন্য বিমানবন্দরে নামাতে হয়েছে, দাবি কর্তৃপক্ষের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এর পর বিমানকর্মীরা ওই নেশাগ্রস্ত যাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মাঝ আকাশে তাঁদের সঙ্গেও বচসায় জড়ান অভিযুক্ত। তখনই তিনি এক বিমানকর্মীর হাতের আঙুলে কামড়ে দেন বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিমানটি গন্তব্যে পৌঁছনোর আগেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে মাঝ আকাশে বিমানকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন ওই যাত্রী। জানা গিয়েছে, জাকার্তাগামী বিমানটিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন পাইলট। পরে বিমানটি গন্তব্যে পৌঁছয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G