ইমরানের বিরুদ্ধে আজ মামলার রায় ঘোষণা করবে ইসিপি

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ১:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) আজ শুক্রবার দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার রেফারেন্সের মামলার রায় ঘোষণা করবে।

গতকাল জারি করা একটি নোটিশ অনুসারে, ইসিপি সমস্ত প্রাসঙ্গিক দল বা তাদের পরামর্শদাতাদের ইসলামাবাদে তার সচিবালয়ে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে।

ইসিপি ইসলামাবাদ পুলিশকে একটি চিঠি পাঠিয়েছে, তাতে বলা হয়েছে “কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে” এবং পুরো দিনের জন্য আদালত প্রাঙ্গনের ভিতরে এবং বাইরে “ফুলপ্রুফ নিরাপত্তা” অনুরোধ করা হয়। চিঠিতে সিভিল ড্রেসে দুইজন নিরাপত্তা কর্মী এবং একজন ট্রাফিক ওয়ার্ডেন দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

ইসিপি জোর দিয়েছিল যে সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হবে, বিশেষ করে ইসিপি সচিবালয় ভবনের ভিতরে, এবং বিষয়টিকে “সবচেয়ে জরুরি” হিসাবে বিবেচনা করার কথা বলা হয়। গত ১৯ সেপ্টেম্বর  মামলার রায় সংরক্ষণ করে ইসিপি।

সূত্র : পাকিস্তানী পত্রিকা ডন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G