ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন
‘দুর্নীতির’ অভিযোগে সংসদ সদস্য হতে অযোগ্য সাবেক প্রধানমন্ত্রী। আজ পাকিস্তানের নির্বাচন কমিশন সর্বসম্মত সিদ্ধান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে “দুর্নীতির” জন্য দোষী সাব্যস্ত করেছে এবং তাকে সংসদ সদস্য হতে অযোগ্য ঘোষণা করেছে।
খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল তাৎক্ষণিকভাবে শুক্রবারের রায় প্রত্যাখ্যান করেছে। দলের পক্ষে বলা হয়েছে, তারা এই রায়কে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে এবং সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছে।
খানের বিরুদ্ধে মামলাটি আগস্টে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের একজন সদস্য দায়ের করেন। দাবি করেছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় উপহার আমানত (যাকে তোশাখানাও বলা হয়) থেকে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার কিনেছিলেন। কিন্তু ঘোষণাপত্রে সম্পদ প্রকাশ করেননি।
সূত্র : আল-জাজিরা