গুগলকে ১৬১ মিলিয়ন ডলার জরিমানা করেছে ভারত

প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ১২:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ পূর্বাহ্ণ

বাজারে আধিপত্য বিস্তারের জন্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ গুগলকে ১৩ বিলিয়ন রুপি বা ১৬১ মিলিয়ন ডলার জরিমানা করেছে।

দেশের প্রতিযোগিতা নিয়ন্ত্রক টেক জায়ান্টটিকে তার অ্যাপগুলির আধিপত্য নিশ্চিত করতে স্মার্টফোন নির্মাতাদের সাথে “একতরফা চুক্তি” করার অভিযোগ করেছে ভারত। গুগলকে এই ধরনের অভ্যাস থেকে “বন্ধ ও বিরত” করার নির্দেশ দিয়েছে ভারত। তবে গুগল এখনও জরিমানা বা অভিযোগের প্রতিক্রিয়া জানায়নি।

ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গুগল তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন, ওয়েব অনুসন্ধান, ব্রাউজিং এবং ভিডিও হোস্টিং পরিষেবাগুলির জন্য লাইসেন্সের “অপব্যবহার” করছে।

এতে বলা হয়েছে যে গুগল তার অ্যাপে গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ এবং অন্যান্য ব্যবহার নিশ্চিত করতে ব্যবহারকারীদের সাথে জোরপূর্বক চুক্তিতে প্রবেশ করােছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই অভ্যাসটি প্রতিযোগিতাকে দমিয়ে রেখেছিল এবং গুগলকে ভোক্তাদের ডেটা এবং লাভজনক বিজ্ঞাপনের সুযোগ নিয়েছে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G