ক্রিকেটারদের সাথে কথা বলা বারণ, বিসিবি সিদ্ধান্ত

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২২ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ণ

বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বেশ কিছু ধরেই একটি আলোচনা চলছে। কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। বা মিডিয়া সেটা প্রকাশ্যে আনেনি। এবার সে বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ১৫ বছর পর জয় পাবার পর। আগের দিন নেদারল্যান্ডকে ১০ রানে হারানো পর বাংলাদেশ মিডিয়া হোবার্টে দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু পরে জানা যায়, সাকিব না-কি চান না ক্রিকেটাররা দলের সঙ্গে কথা বলুক। কিন্তু এটা তো সাকিব করতে পারেন না?

এ ঘটনা না অস্ট্রেলিয়াতে দল যাবার পর শুরু হয়েছে তা নয়। বরং দল অস্ট্রেলিয়াতে যাবার আগেই বিসিবি মিডিয়াকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির বিষয়টি
সামনে নিয়ে আসে। এর কারণ কয়েকটি টিভিতে দল নির্বাচন আর দলের ক্রিকেটারদের ব্যক্তিগত প্রসঙ্গ ছাড়া বিসিবি প্রধান নাজমুল হাসানের প্রসঙ্গে যথেষ্ট বাড়াবাড়ি পর্যায়ে রিপোর্ট প্রকাশ করে। আর এতেই
ক্ষেপেছেড় বিসিবি প্রধান পাপন।

এরই জের বিশ্বকাপ আসরে। নেদারল্যান্ডকে হারানোর পর দলের সঙ্গে কথা বলতে না পেরে বিষয়টি নিয়ে নাড়াচাড়া দেয় বাংলাদেশী মিডিয়া। কিন্তু সিদ্ধান্ত সাকিবের নয়, বরং এটা বিসিবির সিদ্ধান্ত বলে জানিয়ে দিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তাসভির আহমেদ টিটু। তিনি বলেন, ক্রিকেটারদের সঙ্গে মিডিয়ার কথা বলতে বারণ করার সিদ্ধান্ত সাকিবের না। এটা বোর্ডে সিদ্ধান্ত। বিসিবি-ক্রিকেটার চুক্তিতে এ শর্তাবলী আছে।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G