হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে পরশু শুরু

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২২ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

দেশের হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি চূড়ান্ত হয়ে গেল। পরশু মাঠে গড়াবে আসরটি ৬টি দল নিয়ে।

এর ফলে বাংলাদেশের হকি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। হকির এই আসরটি আলোড়ন সৃষ্টি করেছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ এরই মধ্যে লিগের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। ২৮ থেকে ১৭ নভেম্বর অবদি মোট ২০টি খেলা অনুষ্ঠিত হবে।

ছবি: সংগৃহীত

মওলানা ভাসানী স্টেডিয়ামে শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়া গ্রুপ খুলনা। ওই দিন রাত সোয়া ৮টায় দ্বিতীয় ম্যাচ খেলবে রূপায়ণ সিটি কুমিল্লা ও সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা।

পরদিন শনিবার (২৯ অক্টোবর) প্রথম ম্যাচ খেলবে মেট্রো এক্সপ্রেস বরিশাল ও ওয়ালটন ঢাকা। রাতে মুখোমুখি হবে মোনার্ক পদ্মা ও একমি চট্টগ্রাম। রাউন্ড রবিন লিগের খেলা শেষ হবে ১২ নভেম্বর। ১৪ ও ১৫ নভেম্বর হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব।

শীর্ষ চারটি দল খেলবে এই পর্বে। প্রথম ও দ্বিতীয় হওয়া দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। জয়ী দল চলে যাবে ফাইনালে। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G