আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৩তম কিক্‌বক্সিংয়ে টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৯, ২০২২ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

১৩ বঙ্গবন্ধু জাতীয় কিক্‌বক্সিং চ্যাম্পিয়নশীপ ২০২২ এ এবার নিয়ে টানা তৃতীয় বারকিক্‌বক্সিং চ্যাম্পিয়নশীপ হবার গৌরব অর্জন করেছে। আজ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের রিংয়ে ।

৩২টি গোল্ডে লড়াইয়ে সবার থেকে এগিয়ে আনসার দল।৩২ গোল্ডের লড়াইয়ে দিন শেষে ১৮টি গোল্ড-ই  জিতেছে আনসারের ছেলে-মেয়েরা। আনসারের রাতুল আর লাবণী ছিলেন আসরের সেরা নারী-পুরুষ কিক্‌বক্সার।

৩২ গোল্ডের চ্যাম্পিয়নশীপে আনসার ও ভিডিপি ১৮ গোল্ড পেয়েছে। তাতে ছেলেরা ৭টি আর মেয়েরা ১১টি গোল্ড জিতেছে। রানার আপ হয়েছে ময়মনসিংহ ৬টি গোল্ড,ছেলেরা ৬টি জিতেছে।  তৃতীয় দল বরিশাল তৃতীয় স্থান ৪টি গোল্ড- ছেলেরা ৩টি আর মেয়েরা ১টি গোল্ড পেয়েছে।

উল্লেখ, এই আনসারের দল থেকেই আগামী মাসে থাইল্যান্ডে বসতে যাওয়া এশিয়ান কিক্বক্সিং আসরে বাংলাদেশের পক্ষে একাধিক সমস্য প্রতিনিধিত্ব করবে বলে সূত্র থেকে জানা গেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G