দক্ষিণ কোরিয়ার হ্যালোউইনের ভিড়ে ১২০ জন নিহত
দক্ষিণ কোরিয়ার সরকারী হ্যালোইন উদযাপনের সময় একটি সরু রাস্তায় পদদলিত হয়ে ১২০ জন মারা গেছে এবং কয়েক ডজন লোক আহত হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উদযাপনের জন্য হাজার হাজার লোক একটি সরু রাস্তায় জড়ো হওয়ার পর একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। তাতে পদদলিত হয়ে কমপক্ষে ১২০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।
সিউলের ইয়ংসান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান চোই সিওং-বিওম বলেছেন, শনিবার রাতে ইটাওয়ানের বিনোদন জেলায় ভিড়ের চাপ বাড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। জরুরী কর্মীরা আহতদের সিউল জুড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃতের সংখ্যা বাড়তে থাকে।
চোই বলেন, মৃতদের মধ্যে ৭৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ৪৬ জনের মৃতদেহ রাত ১০টা ২০ মিনিটে পরও রাস্তায় ছিল।
সূত্র : আল-জাজিরা