সিম ডি-রেজিস্ট্রেশন ১৫ নভেম্বরের মধ্যে

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২২ সময়ঃ ১০:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ পূর্বাহ্ণ

বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিম রেজিস্ট্রেশনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ অনুরোধ জানিয়েছে ঘোষণা করেছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে গ্রাহকদের ১৫টির অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক তার সব জাতীয় পরিচিতিপত্রের বিপরীতে সর্বোচ্চ মোট ১৫টি সিম (সব অপারেটর মিলিয়ে) নিবন্ধন করতে পারবেন।

বর্তমানে যেসব গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা ১৫টির অধিক রয়েছে, সেসব গ্রাহকদের তাদের পছন্দ অনুযায়ী ১৫টি সিম রেখে অতিরিক্ত সিমসমূহ ডি-রেজিস্ট্রেশন/অনিবন্ধন করার জন্য আগামী ১৫ নভেম্বর ২০২২-এর মধ্যে ১৫টিতে নামিয়ে আনার অনুরোধ জানানো হলো।

সূত্র : বিটিআরসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G