সাকিবদের টার্গেট ১৮৫

প্রথম প্রকাশঃ নভেম্বর ২, ২০২২ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

টস জিতে উইকেট দেখেই সাকিব বুঝে শুনেই বল হাতে নিলেন। শুরুটা ভাল হলেও, ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হলো না কোহেলী মারকুটে ব্যাটিংয়ে। ৫ ওভারে ২৪/১ থেকে ১০ ওভারে কোহেলীর ব্যাটে চড়ে ভারত পৌছে যায় ৮৬ রানে।

৯.২ ওভারে স্কোর ৭৮, তখন ওপেনার রাহুল ৩২ বলে ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় ফিফটি করে সাকিবের বলে ক্যাচ দিলেন। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৮৬।

যদিও ইনিংসের শুরুতেই রাহুলের ক্যাচ ফেলে দেন মাহমুদুল হাসান, বোলার ছিলেন তাসকিন। এরপর সাকিবের বলে শুরিয়ার ক্যাচ হাতে নিতে পারলে না মুস্তাফিজ আর কিপার সোহান শুরিয়ার ব্যাটে লাগা বল গ্লাভসে বন্দি করতে ব্যর্থ হন। তারপরও ১১.৫ ওভার খরচ করতে হয় ভারতকে শত রানে পা রাখতে।

অবশ্য সেই সাকিবই জুটি ভাঙ্গলেন, শুরিয়াকে বোল্ড করে। স্কোর ১৩.৩ ওভারে ১১৬/৩, ১৫ ওভারে ১৩০/৩। কোহেলী টিকলেও পাশে কেউ দাঁড়াতে পারছিল না। এবার হাসান ক্যাচ দিতে বাধ্য করলেন পান্ডেকে, ১৩০/৪। কোহেলীর ব্যাটে ভর দিয়ে ভারত ১৮৫ রান সংগ্রহ করে। কোহেলী ৩৬তম টি২০ ফিফটি করেন, ৪৪ বলে ৬৪ করেও কোহেলী অপরাজিত রইলেন। ২০ ওভারে ভারত ১৮৪/৬।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G