ক্রীড়া ডেস্ক
ইস যদি আর একটু হতো! এমন আফসোস আজ আফগানরাও করছে বাংলাদেশের মতো। সত্যিই আজ যদি আফগান দলের মিডল অর্ডার আরো একটু রান বাড়িয়ে দিতে পারত তাহলে হয়তো আফগানরা আজ ৪ রানে হারতে হতো না, উল্টো স্বাগতিদের মাটিতে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ত। অলরাউন্ডার রশিদ খান শেষ অবদি চেষ্টা করেছেন, ২৩ অপরাজিত ৪৮ আর তাতে ৪টি ছক্কা ও ৩টি বাউন্ডারি। যদি মিডল অর্ডার একটু বাড়তি সাপোর্ট দিয়ে যেত তাহলেই আজ আফগানরা জয় নিয়ে মাঠ ছাড়ত।
টি২০ বিশ্বকাপের আসরে সেমিতে যেতে হলে আজ আফগানদের বিপক্ষে বড় জয় দরকার ছিল। নিজের শেষ ম্যাচে স্বাগতিকরা আফগানদের ৪ রানে হারিয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় দল। তবে কথা আছে, ইংল্যান্ডের শেষ ম্যাচে কি হয় তার উপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার সেমিতে খেলার স্বপ্ন। অসিদের ৫ ম্যাচে ৭ পয়েন্টে রান রেটে -০১৭৩। অপর দিকে ইংলিশরা ০.৫৪৭। ইংল্যান্ড শেষ ম্যাচে জিতে গেলেই হলো, অস্ট্রেলিয়া নিজ ঘরে সেমিতে দর্শক বনে যাবে।
আজ টস জিতে বল হাতে তুলে নিয়ে আফগানরা অস্ট্রেলিয়াকে ১৬৮ আগে থামাতে পারেনি। ৯ উইকেট ব্যয় করে অসিরা েএ রান জমা করে। ১৬৯ রানের জবাবে আফগানরা শুরুটা ভাল করেনি। শুরু থেকেই উইকেট পতনের কারণে চাপে পড়ে যায়।
শেষ ১২ বলে ৩৩ রান দরকার। আর শেষ ৬ বলে দরকার ২২ রান! রশিদ খানের বিগ হিটে দিশেহারা অসি বাহিনী, শেষ ২ বলে ১১ রান। শেষ ২ বলের ১মটিতে রশিদ ২ নিলেন আর শেষ বলে চার। অসিদের বোলিং টেকনিকে হার মেনে গেলেও রশিদ অসিদের বুঝিয়ে দিলেন অভিজ্ঞতা আর একটু বেশি থাকলেই আজ জয়টা আফগানদের পকেটে থাকত।