ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ-২০২২’-এর আজ
২টি খেলাগুলো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আজকের খেলার :
দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৮-২৬ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-১৬ গোলে এগিয়ে ছিলো।
দিনের অপর খেলা বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৭-২৬ গোলে ফেøইম বয়েজ ক্লাবকে পরাজিত করে। বিজিত দল প্রথমার্ধে ২০-১৭ গোলে এগিয়ে ছিলো।