ইমরান খানকে গুলি, পাকিস্তানে বিক্ষোভের ডাক

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী সামান্য গুলিবিদ্ধ হওয়ার একদিন পর শুক্রবারের জুম্মার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানীতে “লং মার্চ” করার সময় তিনটি বুলেট পায়ে আঘাত করলে তিনি আহত হন। একদিন পর তার দল শুক্রবার বিকেলে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। উতাল পাকিস্তানের রাজনীতি।

খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান, পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে একটি গাড়ির উপরে থাকাকালীন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে অবিলম্বে চিকিৎসার জন্য লাহোরে নিয়ে যাওয়া হয়, যেখানে বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করা হয়। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে দল থেকে জানানো হয়েছে।

সিনিয়র পিটিআই নেতা আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ চালানোর দলের উদ্দেশ্য টুইট করেছেন। খান স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলেও দলটি জানিয়েছে।

আল জাজিরার সাথে কথা বলার সময়, পিটিআই কর্মকর্তা মুসাররাত জামশেদ চিমা বলেছেন, শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে জুমার নামাজের আগে দলের সিনিয়র নেতৃত্ব আলোচনা করবেন, যেখানে খান চিকিৎসা নিচ্ছেন।

চিমা বলেছেন, “ইমরান খান নিজেই সেই বৈঠকের নেতৃত্ব দেবেন। আমরা আমাদের ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা করব এবং কীভাবে এটি আন্দোলন এগিয়ে নিতে হবে তার পরিকল্পনা করব। দলের নেতারা পরে সমর্থকদের কাছে তাদের উদ্দেশ্য ঘোষণা করবেন।”

খান ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত তার লংমার্চ শুরু করেছিলেন আগাম নির্বাচনের দাবিতে। তবে ২০২৩ সালের অক্টোবরের জন্য নির্বাচণ নির্ধারিত করা। বৃহস্পতিবার হামলার পর রোলিং প্রতিবাদ অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছিল।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G