আড়াই কোটি টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Tablet20140817122154যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রাসহ আড়াই কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করে র‌্যাব। এসময় অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ কাপড়ও জব্দ করা হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকার সাভার থেকে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল এ অভিযান চালায়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে সাঙ্গারা (ভায়াগ্রা) ৫৮ হাজার পিস, ম্যাকমলগ্রা (ভায়াগ্রা) ২৬ হাজার, পাইপ্রোহেপটাডিন ৪৩ লাখ, নাইনসুলিড ৯ লাখ ৮৮ হাজার, ডেক্সামেথাসন ২৪ লাখ এবং ৩৯৮ পিস শাড়ি ও বিপুল পরিমাণ থান কাপড়।

এর মধ্যে ওষুধের মূল্য আড়াই কোটি টাকা। আর কাপড়ের মূল্য ৩৬ লাখ টাকা।

র‌্যাবের সহকারী পরিচালক রুম্মন মাহমুদ বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G