পদ্মা ব্যাংকে সচেতনতা ও দায়িত্বসমূহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২২ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

অর্থনীতি প্রতিবেদক

পদ্মা ব্যাংক “ক্রেডিট ব্যাক মানিলন্ডারিং প্রতিরোধ – ব্যাংকারদেরসচেতনতা ও দায়িত্বসমূহ” বিষয়ক তিন ঘন্টা ব্যাপী এক কর্মশালা আয়োজন করে। পদ্মা ব্যাংকের মিরপুরস্থ লার্নিং ওট্যালেন্ট ডেভলপমেন্ট সেন্টারে এএমএল এন্ড সিএফটি ডিভিশনের তত্বাবধায়নে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।

ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে৫৫ জন কর্মকর্তা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক ও সিইও তারেক রিয়াজ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো জাবেদ আমিন, বাংলাদেশফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর যুগ্মপরিচালক খন্দকার আসিফ রাব্বানী এবং প্রধান কার্যালয়েরউর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ক্যামেলকো রাশেদুল করিম। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর বক্তব্যে ক্রেডিট ব্যাক মানিলন্ডারিং প্রতিরোধে সবাইকে যার যার জায়গায় প্রয়োজনীয় সতর্কতাঅবলম্বন করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মূল কর্মশালাটি পরিচালনা করেন। তিনি ক্রেডিট ব্যাক মানিলন্ডারিংয়ের তাত্বিক ও প্রায়োগিক বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং ব্যাংকারদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে অংশগ্রহনকারীদের অবহিত করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।

সূত্র : পদ্মা ব্যাংক বিজ্ঞপ্তি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G