ইউক্রেন আরো হামলার জন্য প্রস্তুত

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার দেশের জ্বালানি অবকাঠামোতে আরও সম্ভাব্য রাশিয়ান হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা রাজধানী কিয়েভের বাসিন্দাদের চলমান সমস্যায় বিদ্যুৎ সরবরাহের হুমকির কারণে নতুন পরিকল্পনা বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তেহরান “যুদ্ধ দীর্ঘায়িত করতে” সহায়তা করেছে। ইরান রাশিয়ার সন্ত্রাসী শাসনকে সমর্থন করে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করতে সহায়তা করে এবং তাই রাশিয়ার আগ্রাসনের মধ্যে দিয়ে বিশ্বের হুমকিকে দীর্ঘায়িত করে।”

মস্কোর তেহরানের সমর্থন ছাড়া ইউক্রেনে শান্তি নেমে আসবে বলে উল্লেখ করে বলেন, “ইতিমধ্যেই শান্তির কাছাকাছি আমরা।’ শনিবার প্রথমবারের মতো ইরান নিশ্চিত করেছে, তারা রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে তবে সেটা ইউক্রেনে যুদ্ধ শুরুর “এক মাস” আগে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G