ক্রীড়া ডেস্ক
কাল বাদে পরশু টি২০ বিশ্বকাপ আসরের প্রথম সেমি ফাইনাল মাঠে গড়াবে। ভাগ্যের সাহায্য নিয়ে পাকিস্তান সেমিতে টিকিট
পেয়েছে। আর সেমিতে পাকদের প্রতিপক্ষের নাম সুপার ফর্মে থাকা নিউজিল্যান্ড।
তবে ৯ নভেম্বর প্রথম সেমির আগে আবারো পরিসংখ্যান নিয়ে টানা-টানি শুরু হয়ে গেছে। আলোচনা আর গবেষণা শুরু হয়ে গেছে ক্রিকেট পন্ডিতের মাঝে। কারণ সকলের দৃস্টি মুলত পাকিস্তান আর ভারতের দিকে। কারণ সকলেই মনে প্রাণে চাইছে পাক-ভারত ফাইনাল অনুষ্ঠিত হউক।
নিউজিল্যান্ড এখন অবদি দুর্দান্ত ফর্মে থাকলেও ইতিহাসের পাতা কিছু পাক শিবিরকেই এগিয়ে রেখেছে। পরিসংখ্যানের পাতা সে প্রমাণই দিচ্ছে। ২০২২ অবদি দুই দল এর আগে মোট ২৮টি টি২০ খেলেছে, তাতে ১১ বার পাকিস্তান আর ১৭ বার নিউজিল্যান্ড জয়ের মুখ দেখেছে।
কিন্তু বিশ্বকাপের আসরে এগিয়ে পাকিস্তার শিবির। মোট ৬ বারের মোলাকাতে ৪ বারই জিতেছে পাকিস্তান। বিশ্বকাপের আসরে নিউজিল্যান্ড পেরে উঠে না পাকদের মনোবলের বিপক্ষে।
এক নজরে পাক-নিউজিল্যান্ডের বিশ্বকাপে ৬ মোলাকাত-
জয়ী দল ভেন্যু তারিখ ফলাফল
পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ২২/০৯/২০০৭ ৬ উইকেটে জয়ী
পাকিস্তান ইংল্যান্ড ১৩/০৬/২০০৯ ৬ উইকেটে জয়ী
নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ০৮/০৫/২০১০ ১ রানে জয়ী
পাকিস্তান শ্রীলঙ্কা ২৩/০৯/২০০১২ ১৩ রানে জয়ী
নিউজিল্যান্ড ভারত ২২/০৩/২০১৬ ২২ রানে জয়ী
পাকিস্তান শারজা ২৬/১০/২০০১ ৫ উইকেট জয়ী