পাঁচ বছর পর জার্মানি দলে ডাক পেলেন মিডফিল্ডার মারিও 

প্রথম প্রকাশঃ নভেম্বর ১১, ২০২২ সময়ঃ ১২:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ পাঁচ বছরের অনুপস্থিতির পর জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার মারিও গোটজে। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে বিজয়ী গোল করা এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের ৩০ বছর বয়সী গোয়েটজে ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের পর থেকে জার্মানির হয়ে খেলেননি। আজ কাতার বিশ্বকাপের মিশণে জার্মানদের ২৬ সদস্যের ঘোষণায় ছিল মারিও-র নাম।

বায়ার্ন মিউনিখের সতীর্থ ম্যানুয়েল নিউয়ার এবং থমাস মুলার তাদের চতুর্থ বিশ্বকাপে খেলবেন। বরুসিয়া ডর্টমুন্ডের ১৭ বছর বয়সী স্ট্রাইকার ইউসুফা মুকোকোও রয়েছেন। এই মৌসুমে ১৩ বুন্দেসলিগা ম্যাচে ১০ গোল করা মৌকোকো এবং ওয়ের্ডার ব্রেমেনের নিকলাস ফুলক্রুগ, দুজনকেই প্রথমবারের মতো জার্মানদের দলে ডাকা হয়েছে।

ডিফেন্ডার ম্যাটস হুমেল, যিনি শেষ দুটি টুর্নামেন্টে খেলেছেন, ম্যানেজার হ্যান্সি ফ্লিক বাদ পড়েছেন। কারণ ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রেউস গোড়ালির ইনজুরিতে আরেকটি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন।

আরবি লাইপজিগের টিমো ওয়ার্নার, পূর্বে চেলসির, এই মাসের শুরুতে গোড়ালিতে আঘাত পাওয়ার পরেও বাইরে রয়েছেন যা তাকে ২০২৩ পর্যন্ত বাইরে রাখবে।

ম্যানচেস্টার সিটির ইল্কে গুন্ডোগান এবং চেলসির ফরোয়ার্ড কাই হাভার্টজ, ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার থিলো কেহেরার এবং সাউদাম্পটনের সেন্টার-ব্যাক আরমেল বেলা-কোটচাপের সাথে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

জার্মানি ২৩ নভেম্বর জাপানের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং গ্রুপ ই-তে স্পেন এবং কোস্টারিকার মুখোমুখি হবে। ১৬ নভেম্বর ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

জার্মানি বিশ্বকাপ দলের তালিকা

গোলরক্ষক: ম্যানুয়েল নিউয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্র্যাপ (ইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট)

ডিফেন্ডার: আরমেল বেলা-কোটচাপ (সাউথ্যাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (এসসি ফ্রেইবার্গ), ক্রিশ্চিয়ান গুন্টার (এসসি ফ্রেইবার্গ), থিলো কেহেরার (ওয়েস্ট হ্যাম), লুকাস ক্লোস্টারম্যান (আরবি লিপজিগ), ডেভিড রাউম (আরবি লিপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ) ), নিকো শ্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকলাস সুলে (বরুশিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: জুলিয়ান ব্র্যান্ড (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেটজকা (বায়ার্ন মিউনিখ), ইল্কে গুন্ডোগান (ম্যানচেস্টার সিটি), জোনাস হফম্যান (আরবি লিপজিগ), জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)

ফরোয়ার্ড: করিম আদেয়েমি (বরুশিয়া ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ওয়ের্ডার ব্রেমেন), সার্জ গ্যানাব্রি (বায়ার্ন মিউনিখ), মারিও গোটজে (ইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মৌকোকো (বরুশিয়া ডর্টমুন্ড), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ)।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G