তুরস্কের ব্যস্ততম রাস্তায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৩৮

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

তুরস্কার রাজধানী ইস্তানবুল বিস্ফোরণে কাঁপল। রবিবার শহরের একটি ব্যস্ততম রাস্তায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৪ জনের মৃত্যু আর ৩৮ জন আহত হওয়া খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। কী কারণে বিস্ফোরণ, জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীর গাড়ি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণ ঘটে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে বহু স্থানীয় মানুষ ও পর্যটকের সমাগম ছিল। রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দোকান ছিল। বিস্ফোরণের সময় ওই এলাকায় ভিড় ছিল বলে জানা গিয়েছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G