কক্সবাজারে কাল থেকে নতুন ভোটারদের ছবি তোলা শুরু
কক্সবাজার প্রতিনিধি
কাল ১৫ নভেম্বর থেকে কক্সবাজার পৌরসভার নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হচ্ছে। কাল থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে পৌরসভার ১২টি ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলবে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিষ্ট্রেশন অফিসার শিমুল শর্মা।
তিনি আরো জানায়িছেন-১৫ নভেম্বর কক্সবাজার পৌরসভার ১ ও ৩নং ওয়ার্ড, ১৬ নভেম্বর ২ ও ৭নং ওয়ার্ড, ১৭ নভেম্বর ৪ ও ৬নং ওয়ার্ড, ১৮ নভেম্বর ৮ ও ৯নং ওয়ার্ড, ১৯ নভেম্বর ১১নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা হবে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে। ২০ নভেম্বর আলীর জাহাল ইসলামী দাখিল মাদ্রাসায় ৫নং ওয়ার্ড এবং একই দিন কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২নং ওয়ার্ডের ছবি তোলা হবে।
উল্লেখ্য-সব ওয়ার্ডের মহিলা ভোটারদের সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং পুরুষ ভোটারদের দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছবি তোলা হবে।