ক্রীড়া ডেস্ক
সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় হাঁটুর ইনজুরিতে অস্ত্রোপচারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার সেনেগালের ফুটবল ফেডারেশন বলেছে ৩০ বছর বয়সী মানে টুর্নামেন্টে তাদের “প্রথম গেম” মিস করবেন।
কিন্তু বৃহস্পতিবার আরও একটি এমআরআই স্ক্যান সম্পন্ন হয়েছে, যা দেখিয়েছে অস্ত্রোপচারের হস্তক্ষেপ করা প্রয়োজন। 8 নভেম্বর ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্নের বুন্দেসলিগা জয়ের সময় মানেকে আটকাতে গিয়ে ইনজুরিতে ফেলা হয়।
সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল। পশ্চিম আফ্রিকানরা গ্রুপ এ-তে রয়েছে স্বাগতিক কাতার (২৫ নভেম্বর) এবং ইকুয়েডরের (২৯ নভেম্বর) বিপক্ষে খেলা।
দুইবারের বর্ষসেরা আফ্রিকান ফুটবলার মানে সেনেগালের তাবিজ, তেরাঙ্গা লায়ন্স ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে শুট-আউটে মিশরকে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার সময় বিজয়ী পেনাল্টিতে গোল করেছিলেন।
সূত্র : বিবিসি