দ্রুত সিরিয়ায় স্থল অভিযানের হুমকি দিল তুরস্ক
আন্তর্জাতিকে ডেস্ক
তুরস্কের ‘নিরাপত্তা উদ্বেগ’ বোঝা সত্ত্বেও রাশিয়া এরদোগানের কাছে সংযমের আহ্বান জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আঙ্কারা সিরিয়ায় সীমান্তের ওপারে অবস্থিত কুর্দি বাহিনীকে আক্রমণ করার জন্য স্থল বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে।
তুরস্ক ১৩ নভেম্বর মধ্য ইস্তাম্বুলে বোমা হামলার জন্য গ্রুপগুলিকে দায়ী করে, ঘটনায় ছয়জন নিহত হয়।
মঙ্গলবার এক বক্তৃতায় এরদোগান বলেন, “আমরা কয়েকদিন ধরে আমাদের বিমান, কামান ও বন্দুক দিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করছি। “ঈশ্বরের ইচ্ছায়, আমরা আমাদের ট্যাঙ্ক, আমাদের সৈন্যদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সকলকে নির্মূল করবে।”
এরদোগান গত ছয় মাসে একই ধরনের হুমকি দিয়েছেন, কিন্তু রবিবার আন্তঃসীমান্ত বিমান হামলা আরও বড় সামরিক অভিযানের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। তবে রাশিয়া যেকোনো সম্ভাব্য অভিযানের বিরুদ্ধে সতর্ক করেছে।
ক্রেমলিন বলেছে, রাশিয়া সিরিয়া নিয়ে তুরস্কের “বৈধ” নিরাপত্তা উদ্বেগকে সম্মান করে তবে দাবি করেছে যে সমস্ত পক্ষের এমন পদক্ষেপ এড়ানো উচিত যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে।
সূত্র : আল-জাজিরা