অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতিশ্রুতি আনোয়ারের

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২২ সময়ঃ ২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালেশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেছেন তিনি রাজনৈতিক বিভাজন পেরিয়ে সবার জন্য শাসন বব্যস্থা কায়েম করবেন।

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন বহুজাতিক, বহুধর্মীয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির সবাইকে অন্তর্ভুক্ত করে একটি সরকারের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে।

আনোয়ার আজ শুক্রবার সকাল ৯টায় দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন। তার আগের দিন রাজার কাছ থেকে শপথ গ্রহণ করেন আনোয়ার।

বৃহস্পতিবার রাতে তার প্রথম সংবাদ সম্মেলনে ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ দেশের জন্য তার পরিকল্পনার ছক প্রকাশ করেন। তিনি বলেন, তিনি বেতন নেবেন না এবং তার সরকার “জাতি বা ধর্ম নির্বিশেষে সকল মালয়েশিয়ান, বিশেষ করে প্রান্তিক এবং দরিদ্রদের অধিকারের নিশ্চয়তা ও সুরক্ষা দেবে”।

তিনি সংস্কারের গুরুত্বের ওপরও জোর দেন। গভীর রাতের অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সুশাসন, দুর্নীতিবিরোধী অভিযান, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাধারণ মালয়েশিয়ানদের কল্যাণে কখনই আপস করব না।”

গত শনিবার একটি অনিয়মিত নির্বাচনের পর রাজা আনোয়ারকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। তার পাকাতান হারাপান (পিএইচ) জোটকে সর্বাধিক আসনে জয়ী হলেও সরকার শাসনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম ছিল। পিএইচ মালয়েশিয়ার বোর্নিওর সারাওয়াক রাজ্যের প্রধান দল গাবুঙ্গান পার্টি সারাওয়াক (জিপিএস)। রাষ্ট্রীয় তহবিলে বহু বিলিয়ন ডলার কেলেঙ্কারির জন্য ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী জোট বারিসান ন্যাশনাল (বিএন) এর সাথে জোটবদ্ধভাবে দেশ শাসন করে প্রথমবারের মতো ক্ষমতা হারায়। রাষ্ট্রীয় তহবিলে বহু বিলিয়ন ডলার কেলেঙ্কারির জন্য।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G