‘সমকামিতার প্রচার’ নিষিদ্ধ, রাশিয়াতে নতুন আইন পাশ

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২২ সময়ঃ ১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

‘সমকামিতার প্রচার’ নিষিদ্ধ করতে নতুন আইন পাশ করল রাশিয়া। ‘ব্লিনকেনকে জবাব’ নামের আইনটি সর্বসম্মতিক্রমে পাশ হয় রাশিয়ার সংসদে। বিজ্ঞাপন, বইপত্র, সিনেমা বা সমাজমাধ্যম কোথাও সমকাম নিয়ে কথা বলা যাবে না। নতুন আইনের আওতায় আসলেন প্রাপ্ত-অপ্রাপ্তবয়স্ক সকলেই।

ব্লিনকেনকে জবাব- নামের আইনটি সর্বসম্মত ভাবে পাশ করে রাশিয়ার সংসদ ডুমা ইউরোপের কাছে খলনায়ক বনে গেছে।  বিজ্ঞাপন, বই, সিনেমা বা সামাজিক মাধ্যমে কোথও সমকামিতা নিয়ে কথা বলা যাবে না- এমন ঘোষণার পর ইউরোপ থেকেই সবচেয়ে বেশি সমালোচনা আসছে।

কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দশ মাসে রাশিয়া-ইউরোপ মুখোমুখি অবস্থানে। ইউরোপ ইউনিয়েন সরাসরি ইউক্রেনের পক্ষে কথা বলছে, রাশিয়ার বিপক্ষে সব ধরনের সাহায্য দিয়ে যাচ্ছে।

রাশিয়ার সংসদ ডুমায় এই আইন ভাঙ্গা প্রসঙ্গে ঘোষণা দিয়েছে, আইন ভাঙ্গলে ৪ লাখ রুবেল বা ৬ হাজার ৬ শত ডলার জরিমানা দিতে হবে।

সূত্র : সিএনএন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G