শেষ ১৬-তে নেদারল্যান্ডস

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৯, ২০২২ সময়ঃ ১০:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৪ অপরাহ্ণ

চিন্তা মুক্ত হলো শক্তিশালী ইউরোপিয়ান দল নেদারল্যান্ডস। জয়টা পেতেই হবে এমন অভিন্ন মিশণ নিয়ে ফিফার ৮ নম্বর দল নেদারল্যান্ডস কাতার বিশ্বকাপে আজ স্বাগতিক কাতারের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে।

আক্রমণও করেছে শুরু থেকে, এমন নয় যে কাতার পাল্টা আক্রমণে যায়নি। তবে তা নেদারল্যান্ডস-র বিপক্ষে ততোটা ধারালো ছিল না। ফিফার ৫০তম দল কাতার টুকটাক আক্রমণ বাদ দিলে ম্যাচে নেদারল্যান্ডস-রই নিয়ন্ত্রণ ছিল। যে কারণে ২-০ গোলে জয় তুলে শেষ ১৬-তে নেদারল্যান্ডস জায়গা করে নেয়।

ম্যাচের ২৬ মিনিটে কাতারের ছোট ডি -বক্সের বাইরে জটলা থেকে কাতারের ডিফেন্সের ভূলে ৮ নম্বর কোডি গ্যাগপো কিক নিলে বল সোজা জালে (১-০)। এরপর নেদারল্যান্ডস গোলের সংখ্যা বাড়াতে চাইলেও সফল হয়নি। ১-০ গোলে লিড নিয়েই নেদারল্যান্ডস প্রধমার্থ শেষ করে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটি ফ্রাঙ্কি দিলেন নেদারল্যান্ডস পক্ষে দ্বিতীয় গোল (২-০)। ম্যাচের শেষ অবদি চেষ্টা ছিল নেদারল্যান্ডস গোলের সংখ্যা বাড়াতে। কিন্তু কাতার রুখে দিয়েছ বার বার। তবে অতিরিক্ত মিনিটে ফ্রি কিক থেকে বল বারে না লাগালে তৃতীয় গোলটা পেয়ে যেত নেদারল্যান্ডস।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G