ক্রীড়া ডেস্ক
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বাদ ! সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচেছ। জাপানের কাছে ২-১ গোলে ই গ্রুপে জার্মানির হারটা ছিল তাদের চরম সর্বনাশ।
এরপর তো দ্বিতীয় ম্যাচে ড্র করে আরো এক ধাপ কঠিন পথে চলে যায় জার্মানরা। আজ জয় পেলেওই হতো না, গোল ব্যবধানে এগিয়ে থাকাটাও ছিল জরুরী। জার্মানরা জানত জাপান কতটা ভয়ঙ্কর দল। তাই তো আজ কোষ্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও শেষ রক্ষা হলো না।
ই গ্রুপে গ্রুপ সেরা এশিয়ার জায়েন্ট জাপান। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া স্পেন গোল ব্যবধানে এগিয়ে থেকে ই গ্রুপে দ্বিতীয় হিসেবে শেষ ১৬-তে যোগ দিয়েছে।
ম্যাচে ১০ মিনিটে সার্জি গোল দিলে জার্মানি লিড নিয়ে প্রধমার্ধ শেষ করে। কিন্ত প্রতিপক্ষ কোষ্টারিকাও তো ফেলে দেবার মতো দল না। সেটা তারা প্রমাণ দিল ৫৮ মিনিটে তাজিদার গোল থেকে (১-১)। এরপর ৭০ মিনিসটে ম্যানুয়েল আর ৭৩ মিনিটে ক্যািই হেভারটেজ গোল দিলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। গোল পার্থক্যটা বাড়াতে হবে সেটা বুঝেই যেন ৮৫ মিনিটে হেভারেট নিজের দ্বিতীয় আর দলের ৪ গোলটা আদায় করলেন (৪-১)।
কিন্তু আবারো কোস্টারিকা ফেরার চেষ্টা চালায়। ৮৯ মিনিটে কোষ্টারিকার সেই তাজিদার আবারো গোল পেলেন (৪-২)।
সূত্র : ফিফা