জি গ্রুপে সুইজারল্যান্ড দ্বিতীয় দল

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০২২ সময়ঃ ৩:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

শেষ হলো কাতার বিশ্বকাপের প্রথম পর্ব। জি গ্রুপে সুইজারল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই করে ৩-২ গোলে সার্বিয়াকে হারিয়েছে।

৩ ম্যাচে ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট পেলেও সুইজারল্যান্ড গোল ব্যবধানে ব্রাজিলের পেছনে থাকায় গ্রুপের দ্বিতীয় দল।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। ১৫ মিনিটে সুইজার‌ল্যান্ডের সিলভান গোল দিয়ে সূচনা করেন (১-০)। এরপর পাল্টা গোল পরিশোধ করে সার্বিয়ার মিটরোভিক ২৬ মিনিটে। এরপর সার্বিয়ার দুসান দলকে এগিয়ে দিলেন ৩৫ মিনিটে (২-১)

সুইজার‌ল্যান্ডের ম্যাচের ৪৪ মিনিটে এ্যাম্বোলোর গোলে সমতায় ফেরে (২-২)। আর ম্যাচের দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড ৪৮ মিনিটের রিমোর কাছ থেকে জয় সূচক গোলটি পেয়ে যায় (৩-২)। এই ব্যবধান আর কমানো সম্ভব হয়নি সার্বিয়া।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G